জিডি করতে টাকা লাগে বলায় কনস্টেবল প্রত্যাহার

বিশেষ প্রতিবেদক: জিডি করতে ২০০ টাকা লাগে মর্মে বক্তব্য দেয়ায় ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের রুপনগর থানার এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার বেসরকারি একটি টেলিভিশনে ‘থানায় জিডি বিষয়ক‘ এক সংবাদে তিনি জিডি করতে ২০০ টাকা লাগে বলে জানান। এ কথা বলায় তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
প্রত্যাহার হওয়া ওই কনস্টেবলের নাম আবুল হাশেম। তিনি থানায় সেরেস্তা হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম।
তিনি জানান, ‘শুধু আমার থানায় কেন, কোনো থানাতেই জিডি করতে টাকা লাগে না। তাছাড়া থানার অফিসার লেভেলের কর্মকর্তাদের ডেকে ডিএমপি কমিশনার মহাদয় কঠোরভাবে নির্দেশ দিয়েছেন জিডি করতে যে টাকা নিবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে।’
বেসরকারি একটি টিভির সংবাদে জিডি করার বিষয়ে জানতে চাওয়া হলে ওই কনস্টেবল বলেন, ‘জিডি করতে ২০০ টাকা লাগে।’
পরে বিষয়টি ডিসি মহাদয়ের দৃষ্টিগোচর হলে তার নির্দেশে আবুল হাশেমকে ওই দিনই প্রত্যাহার করা হয় বলেও জানান তিনি।