খেলাধূলা

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ-পাপন

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: একদিনের ক্রিকেটে দারুণ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। গত দেড় বছর ধরে ঘরের মাঠে অদম্য টাইগাররা। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো দলকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে মাশরাফি বাহিনী। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে ওয়ানডেতে টানা ছয়টি সিরিজ জিতলেন সাকিব-তামিম-মুশফিকরা।

ওয়ানডেতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ, তাহলে খেলতে হবে না বাছাই পর্বে। এমনটাই আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার বিসিবি সভাপতি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দল যেভাবে পারফর্ম করছে, এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০১৯ বিশ্বকাপ সরাসরি খেলবেন টাইগাররা।

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট দশ দল অংশ নেবে। সরাসরি অংশ নেবে আট দল। বাকি দুই দলকে আসতে হবে বাছাই পর্ব উৎরে। ওই আসরে সরাসরি খেলার জন্য টাইগারদের এখনো অনেক হিসাব-নিকাশ বাকি। বর্তমানে মাশরাফির দল রয়েছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে। টাইগারদের সংগ্রহ ৯৫ রেটিং পয়েন্ট।

আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। টাইগারদের ঠিক উপরে অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুসের ঝুলিতে জমা আছে ১০১ পয়েন্ট। তার মানে, বাংলাদেশের চেয়ে লঙ্কানরা এগিয়ে ৬ পয়েন্টে।

এদিকে ১০৭ রেটিং নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড দল এখন বাংলাদেশে। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিততে পারলে লঙ্কানদের হটিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে যাবে মাশরাফি-সাকিবের দল! তাহলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button