‘বদরুলদের ক্রসফায়ার দেয়ার দাবি সংসদে’
ঢাকা: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টাকে অত্যন্ত মর্মান্তিক অভিহিত করে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদ। এসব ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হবার আহ্বান জানান কাজী ফিরোজ। তিনি এসব ব্যক্তিকে ক্রসফায়ারে দেওয়ার দাবি তুলেন সংসদে।
০৫ অক্টোবর বুধবার রাতে জাতীয় সংসদে এ দাবি জানান এমপি কাজী ফিরোজ রশীদ। এ ঘটনায় সংসদে আরো উদ্বেগ প্রকাশ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
ফিরোজ রশিদ বলেন, গত মঙ্গলবার আমরা জাতিসংঘে নারী-পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য ‘প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ প্রাপ্তির মাধ্যমে দেশ ও জাতির জন্য বিরল সম্মান অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু সেই দেশে প্রতিদিন নারীর ওপর হামলা হচ্ছে, মেয়েদের হত্যা করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
খাদিজার ওপর হামলায় কেয়া চৌধুরী শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘স্কুল-কলেজে যদি ছাত্রীরা নিরাপত্তা বোধ না করে, তাহলে কীভাবে মেয়েরা লেখাপড়া করবে?’