জাতীয়

‘জয়’ আমাদের ফিউচার লিডার: ওবায়দুল কাদের

ঢাকা: ‘আমাদের ফিউচার লিডার জয়’। আসন্ন কাউন্সিলকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় কে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দলটির আসন্ন ২০ তম জাতীয় সম্মেলন উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে সাজসজ্জা উপ কমিটির এক সভায় এ মন্তব্য করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘কাউন্সিল উপলক্ষে ব্যানার, পোষ্টারে নিজের ছবি বাদ দিয়ে বঙ্গবন্ধু পরিবার, ও সজিব ওয়াজেদ জয়কে সামনে রাখেন। জয় আমাদের ফিউচার লিডার (আগামীর নেতা)।’ আগামী ১২ তারিখের মধ্যে সম্মেলনের সকল ব্যানারে বঙ্গবন্ধু পরিবার ও জাতীয় চার নেতার ছবি ছাড়া আর কারো ছবি যেন না থাকে সে বিষয়ে কঠোর নির্দেশনার কথা বলেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা’।

বিএনপি কে দুর্বল বিরোধী দল আখ্যা দিয়ে একই সাথে আওয়ামী লীগের কোন প্রকাশ্য শত্রু নেই, তবে গোপন শত্রুদের বিষয়ে শতর্ক থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন হতাশ, তারা ভারতের উপর হতাশ হয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসাবে! জনগনের উপর তাদের আস্থা নেই! অপরদিকে আমাদের রাজনীতিতে প্রকাশ্য কোন শত্রু না থাকলেও এটা মনে করার অবকাশ নেই যে গোপন শত্রু নেই। গোপন শত্রুরা আমাদের কাউন্সিল নিয়ে চক্রান্ত করতে পারে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে’।

আসন্ন সম্মেলন আওয়ামী লীগের স্বরণ কালের সর্ববৃহৎ উল্লেখ করে দলটির সভাপতি মন্ডলীর এই সদস্য আরো বলেন, ‘ইটস এ টিম ওয়ার্ক (এটা সম্মিলিত কর্ম)। স্বরণ কালের সর্ববৃহৎ কাউন্সিল হবে এটি। সবাইকে শৃঙ্খলা ঠিক রাখতে হবে। নেত্রী অনেককে ক্ষমা করে দিয়েছেন, এটা কিন্তু পার্মানেন্ট (স্থায়ী) ক্ষমা নয়। এখন কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি পেতে হবে’।

এদিকে সাজ সজ্জা কমিটির সভায়, সম্মেলনে সাজ সজ্জার বিষয়ে কাজ নির্ধারণ করা হয়। জানানো হয়, বিমান বন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত সাজানো হবে বিভিন্ন ফুল, ব্যানার ও আলোক সজ্জার মাধ্যমে।

এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব, ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও কমিটির সদস্য সাহারা খাতুন, সাংসদ ফজলে নূর তাপস সহ কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ, আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করবে দলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button