‘লেখালেখি’ সাহিত্য পুরস্কার প্রদান আজ বিকালে

ঢাকা: লেখালেখি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন বরেণ্য কবি আসাদ চৌধুরী ও কবি আল মুজাহিদী। ২০১৪ ও ২০১৫ সালের দুই বছরের এ পুরস্কার আড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে আজ শনিবার বিকাল ৩টায়।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি কাজী রোজী, প্রফেসর ডক্টর মাহমুদ শাহ কোরেশী, কবি কে জি মোস্তফা, কবি মুহম্মদ নুরুল হুদা, কবি সৈয়দ আল ফারুক ও ছড়াকার ফারুক হোসেন।
স্বাগত বক্তব্য রাখবেন ‘লেখালেখি’ প্রকাশনার প্রতিষ্ঠাতা আবুল কাসেম হায়দার। শুভেচ্ছা জানাবেন জাতীয় কমিটির সদস্য সচিব কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন দেশের নবীন-প্রবীণ ও খ্যাতনামা কবিবৃন্দ।
এছাড়া নিজের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে ছড়াপাঠে অংশ নেবেন ছড়াকার জগলুল হায়দার।