তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ
ভালুকা নিউজ ডট কম; ক্রিড়া প্রতিবেদক: ২৭৭ রানের বিশাল চ্যালেঞ্জ দাঁড় করিয়েও জিততে পারলো না বাংলাদেশ। বরং, ব্যাট হাতে দাপট দেখিয়ে বাংলাদেশকে ৪ উইকেটে পরাজিত করে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো ইংল্যান্ড। ঘরের মাটিতে টানা ৬টি সিরিজ জয়ের পর সপ্তম সিরিজে এসে হারলো মাশরাফি অ্যান্ড কোং।
জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। শেষ দিকে এসে মাশরাফি বাংলাদেশকে খেলায় ফেরালেও তাসকিনের বলে স্লিপে দাঁড়িয়ে ইমরুল কায়েস বেন স্টোকসের ক্যাচটি ফেলে দিলেই পরাজয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
ইমরুল যেন ক্যাচ ফেলেননি, পুরো ম্যাচটাই ফেলে দিয়েছিলেন। যদিও ওই সময় অনেকটাই জয়ের মুখে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। তবে ক্যাচটি ধরতে পারলে কিছুটা হলেও চেপে ধরা যেতো ইংল্যান্ডকে। ওই সময় ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২১ বলে ২১ রান। এরপরই স্টোকস ছক্কা-চার মেরে ইংল্যান্ডকে ১৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেন।