ভালুকায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকায় পৃথক পৃথক ভাবে জাতীয় শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১২ অক্টোবর) সকালে ভালুকা নতুন বাসস্ট্যান্ড থেকে জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার কার্যকরী সভাপতি লুৎফে ওয়ালী রব্বানী’র নেতৃত্বে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে ভালুকা আঞ্চলিক শাখার কার্যকরী সভাপতি লুৎফে ওয়ালী রব্বানী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এম আমানউল্যাহ এমপি। সমাবেশ উদ্বোধন করেন বিরুনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোনাসির শাকিফ আমানউল্যাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, বিরুনীয়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ ওয়াসেক আল আমীন শিপন, কৃষকলীগ সভাপতি হাজী আব্দুর রহমান, যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারন সম্পাদক এজাজুল হক পারুল, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রওনাক শিহাব রব্বানী খাজা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সাদিকুর রহমান তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী, ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম। এর আগে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচী উদ্বোধন করা হয়।
অপরদিকে দুপুরে জাতীয় শ্রমীকলীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এম আমানউল্যাহ এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কৃষকলীগ সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারন সম্পাদক এজাজুল হক পারুল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি হাজী এস এম নূরুল ইসলাম, শ্রমীকনেতা মনিরুল ইসলাম মনির, মোস্তফা খান, মকবুল হোসেন, এনামুল কবির, নাজমুল হক সরকার, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম মামুন, জুয়েল, সৌরভ, নাসিম, ওয়াসিম, আল নুমান, আলাল, সাইফুল ও হাসিম সরকার প্রমুখ। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে কেক কাটার মাধ্যমে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।