রাধিকাকে বিছানায় যাওয়ার প্রস্তাব

বিনোদন ডেস্ক:ভারতের দক্ষিণ অঞ্চলে জন্ম নিলেও নিজেকে বৈচিত্র্যময় ভাষার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা আপ্তে। তিনি নিজ অঞ্চলের চলচ্চিত্রের পাশাপাশি কাজ করেছেন বলিউডে। রবি ঠাকুরের বিনোদিনী হয়েও দেখা মিলেছে কলকাতায়।
তবে, এ সফল পথে অসংখ্য তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এমনকি বলিউডে একটি বড় ব্যানারের ছবিতে কাজ পাইয়ে দেওয়ার জন্য এক ব্যক্তির বিছানায় যাওয়ার প্রস্তাব করা হয়েছিল তাকে। সম্প্রতি এ বিস্ফোরক মন্তব্যটি করেছেন ‘ফোবিয়া’ গার্ল নিজেই।
রাধিকা আপ্তে গেল বছর ‘মাঝি’ ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন। তাকে দেখা গেছে রজনীকান্তের সর্বশেষ ছবি ‘কাবালি’তে। এখানে রাধিকা রজনীর বিপরীতে অভিনয় করেছেন।
রাধিকা বলেছেন, ‘আপনিও জানেন, আমিও জানি বলিউডে নানা রকম কাস্টিং কাউচের শিকার হন অনেকে। বহু মানুষকে এ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমারও এরকম অভিজ্ঞতা রয়েছে। আমি ভাগ্যবান, যে লোকগুলো আমায় কুপ্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গে আর দেখা করিনি।’