অর্থনীতি
যুক্তরাজ্যে সোনালী ব্যাংককে ৩৩ লাখ পাউন্ড জরিমানা
ঢাকা:মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হওয়ায় সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ) বলছে, সোনালী ব্যাংক ইউকে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হয়েছে। এ জন্য ব্যাংকটিকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়।
প্রবাসীদের সেবা দিতে ও ঋণপত্রের নিশ্চয়তা প্রদানের জন্য ২০০১ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে সোনালী ব্যাংক।
দেশটির শীর্ষ অ্যান্টি-মানি লন্ডারিং কর্মকর্তা স্টিভেন স্মিথ বলেন, সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা করা হয়েছে। নিয়মিত ব্যাংকিং কর্মকাণ্ড থেকেও ব্যাংকটিকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ব্যাংকটি প্রবাসী-আয় বা রেমিট্যান্স বাংলাদেশে পাঠাতে পারবে।