‘ভবিষ্যতের জন্য নতুন নেতা নির্বাচিত করুন’- শেখ হাসিনা
ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে ভবিষ্যতের জন্য নতুন নেতা নির্বাচিত করার কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এ কথা বলেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘৮১ থেকে ২০১৬, পঁয়ত্রিশ বছর। আর কতো..? সেটাই আমার কথা। কাজেই আমি চাইবো সবাই নতুন নেতা নির্বাচিত করুন। দলটা আরও সুন্দরভাবে এগিয়ে যাক।’আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘বঙ্গবন্ধু চারা রোপন করে গিয়েছিলেন, তা মহীরুহু হয়ে এতো বড় হয়েছে। কাজেই ভবিষ্যতের জন্য আপনারা নতুন চারা রোপন করুন। দলকে আরও সুসংগঠিত করুন। সেটাই কামনা করি।’
আওয়ামী লীগ কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ তার ঐতিহ্য রক্ষা করবে। আমাদের সম্মেলন সামনে। এ সম্মেলনে সবাই নতুন-নতুন নেতা নির্বাচিত করবেন।’এরআগে গত ২ অক্টোবর গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, ‘আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমার তো ৩৫ বছর হয়ে গেছে। এখন দল যদি আমাকে অবসরের সুযোগ দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হবো।’
ওই সময় তিনি আরও বলেন, ‘যদি নতুন নেতা নির্বাচন করা হয়। তাহলে সব থেকে বেশি আনন্দিত হবো আমি’।এমন কথা শোনার সঙ্গে-সঙ্গে উপস্থিত আওয়ামী লীগ নেতারা ‘না’-‘না’ বলে উঠেছিলেন।