সংস্কৃতি বিকাশের মাধ্যমে জঙ্গীবাদ রুখতে হবে-ডাঃ এম আমানউল্লাহ
বিশেষ প্রতিনিধি: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ এমপি বলেছেন,দেশ থেকে উগ্র জঙ্গীবাদ রুখতে হলে সংস্কৃতি কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন,হাজার বছরের ঐতিহ্যবাহী দেশীয় সংস্কৃতি লালন ও এর বিকাশের মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজে থেকে সকল প্রকার অসঙ্গতি দুর করা সম্ভব হবে। অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ এমপি শুক্রবার সন্ধায় ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ভালুকা উপজেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
’রুখো জঙ্গী,বাঁচাও সংস্কৃতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ভালুকা উপজেলা শাখার সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এএস এম সাখাওয়াত হোসেন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রাভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি এ টি এম শামসুজ্জামান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এহতেশামুল আলম,কেন্দ্রীয় সাধারন সম্পাদক বাবু অরুন সরকার রানা,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক টিভি অভিনেত্রী এড.নিলিমা,ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,কৃষকলীগ সভাপতি হাজী আব্দুর রহমান,আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সাদিকুর রহমান তালুকদার,উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহরিয়ার সজিব প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে সৃষ্টি শিল্পকলা একাডেমী ও সুরবীণা সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ।