মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন

হাবিব ওয়াহিদের আজ শুভ জন্মদিন

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: হাবিব নামেই শ্রোতাদের কাছে সুপরিচিত সুরেলা সংগীতের বরপুত্রখ্যাত হাবিব ওয়াহিদ। বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সংগীতে এনেছেন নতুন ধারা।

আজ এই জনপ্রিয় গায়কের জন্মদিন। পরিবার, প্রিয় মানুষ আর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় তিনি আজ সিক্ত। তবে হাবিবের জনপ্রিয়তা তরুণ প্রজন্মের কাছেই বেশি। তাকে বলা হয় এদেশের গানের নতুন ধারার প্রবর্তক। প্রাইভেসি, মৌলিকত্ব, জৌলুস, মান, শ্রোতাপ্রিয়তা হারিয়ে গানের বাজার ধুঁকছিলো সেই দুঃসমেয় ২০০৪ সালের দিকে ‘মায়া’ অ্যালবামে চড়ে হাবিব এলেন নতুন আশার সঞ্চার ঘটিয়ে। ভিন্ন ধারার কথা ও সুরের গান নিয়ে তিনি রাতারাতি জনপ্রিয়তা পেয়ে বদলে দিয়েছিলেন হতাশ গানের মানুষদের ভাবনা।

তারপর তার পথ অনুসরণ করেই চলছে আজকের মিউজিক ইন্ডাস্ট্রিতে তরুণদের গানের চর্চা। আজকের জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি, আরেফিন রুমি, মিলন মাহমুদরা হাবিবের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছেন আইকন হিসেবে।

অডিও গানের পাশাপাশি হাবিব বিজ্ঞাপনের জিঙ্গেলেও অঘোষিত সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার সুরায়োজনে বেশ কিছু চলচ্চিত্রের গানও জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তিনি নতুন করে বেশ কিছু ছবির গানের কাজ করছেন।

হাবিবের আরেক পরিচয় তিনি প্রখ্যাত ফোক শিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে। তবে বাবার খ্যাতি আর সুনামকে তিনি জয় করেছেন আপন আলোয়। ব্যক্তি জীবনে বিবাহিত হাবিব নিজেও এক পুত্রের জনক।

ভালুকা নিউজ ডট কম এর পক্ষ থেকে দেশের জনপ্রিয় এই সংগীত তারকার প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button