বিভাগীয় খবরভালুকা উপজেলাময়মনসিংহসারা ভালুকা

ভালুকায় নন-এমপিও শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ভালুকায় নন-এমপিও শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান রোবারবার (১৬অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ভালুকা শাখার সভাপতি মো: রবিউল আলমের সভাপতিত্বে উপস্থিত প্রধান শিক্ষক ও সুপারদের মধ্যে বক্তব্য রাখেন-মো: শহীদুল্লাহ কায়সার, মো:জামাল উদ্দীন, মাও:তাজুল ইসলাম, শাহজাহান সিরাজ, মো:লিয়াকত আলী, মজিবুর রহমান, এজিএম আইয়ুব খান, মো: নজরুল ইসলাম, মো:নুরুল ইসলাম, সাইদুররহমান প্রমুখ।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তাগন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন-দ্বীর্ঘদিন যাবত এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে অগ্রাধীকার ভিত্তিতে এমপিওভূক্ত করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে স্বারক লিপি গ্রহন করেন, সিএ খোন্দকার শাহিদুল হক।
শিক্ষকরা জানান- ভালুকায় ১টি কলেজ, ৩টি মাদরাসা ও ৭টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় রয়েছে যার শিক্ষক কর্মচারিরা প্রায় ১৫/২০ বছর যাবত বিনা বেতনে পাঠদান করে আসছেন। এমপিও না থাকায় তারা কষ্ঠে দিনাতিপাত করছেন।mpo

সংগঠনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সায়েরা সাফায়েত কলেরজের অধ্যক্ষ ওয়াসেক আল আমিন (শিপন) ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি আ: রশিদ মাস্টার উক্ত দাবীর সাথে একাত্ততা ও সংহতি প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button