ভালুকা মডেল থানা পুলিশ প্রসাশনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলায় পুলিশ প্রসাশনের হস্তক্ষেপে বন্ধ হলো কিশোর কিশোরীর বাল্য বিবাহ।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১৫ সেপ্টেম্বর) ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব বোর্ড বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ জেনারুল ইসলাম (১৬) ও একই এলাকার মোফাজ্জল হোসেনের মেয়ে মোছাঃ মারজিয়া আক্তার (১৫) এর বিবাহের আয়োজন চলছিল এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদের নেতৃত্বে পুলিশ প্রসাশনের উদ্যোগে বিবাহটি বন্ধ করা হয়। রক্ষা হয় দুটি কিশোর কিশোরীর জীবন। কিশোর কিশোরীর উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত দেয়া হয় ০৩ বছর পর তাদের বিবাহ হবে বলে অঙ্গিকার করে।
পরে কিশোর-কিশোরীকে তাদের পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়। এই বাল্য বিবাহ বন্ধ করায় উপজেলা প্রসাশন ও এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ ভালুকা মডেল থানার অফিসার ইনচাজ মামুন অর রশিদকে ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করেন।