জেলার শ্রেষ্ঠ ওসি আবারও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশিদ
মাহমুদুল হাসান ফোরাত বিশেষ প্রতিনিধি:ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন গত ২২ মে আবারও তিনি শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন । জানাযায়, ২০ অক্টোবর গত বৃহস্পতিবার ময়মনসিংহ পুলিশ লাইন কনফারেন্স হলরুমে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে মাসিক কল্যান সভায়, মামলা তদন্ত, অস্ত্র উদ্ধার, দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি,মাদক ও জুয়াড়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় আবারও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার র্নিবাচিত করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদকে।
সম্প্রতি মাদক কে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। স্কুল ছাত্র-ছাত্রীদের হাতে প্লে-কার্ড “নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মাদকবিরোধী প্রচারণা “দেশ সমাজ ও পরিবারের কথা ভাবুন, মাদক কে বর্জন করুন’। ব্যঙ্গচিত্রসহ “পুলিশ জনতা ভাই ভাই, সুশীল সমাজ গড়তে চাই” বিভিন্ন ধরণের স্লোগানের মাধ্যমে উপজেলাবাসীকে উদ্ধুত্ব করেন তিনি।
এ সময় তার ভূয়সী কর্মকান্ডের জন্য প্রশংসাপত্র প্রদান করেন ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম,পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম,এডিশনাল এস পি হামিদুর রহমান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। আগামী দিনে আরো ভাল কাজ করার জন্য ভালুকাবাসীর সহযোগিতা কামনা করেন অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ।