আ’লীগের কমিটিকে বিএনপির অভিনন্দন
ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নতুন কমিটিকে বিএনপি অভিনন্দন জানায়। বিএনপি আশা করে নতুন এই কমিটি আগামী দিনে দেশের গণতন্ত্র উদ্ধারে কাজ করবে।’
রোববার বিকেলে আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছেন। এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।
জানা গেছে, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন।
এ সময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন জানান।
সৈয়দ আশরাফুল ইসলাম নতুন প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। প্রেসিডিয়াম সদস্য পদে আরো নির্বাচিত হয়েছেন- নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক ও ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
পুরনো তিনজনের সঙ্গে নতুন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগের প্রাক্তন নেতা আব্দুর রহমান।