ফ্রেঞ্চ ফ্রাই তৈরি

লাইফস্টাইল ডেস্ক,ভালুকা নিউজ:ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান ? ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসেন ? সমস্যা নেই আজকে শিখুন—-
টিফিনে কিংবা বিকেলের নাস্তায়ও রাখা যেতে পারে এই সুস্বাদু আইটেমটি। এবং এটি তৈরির পদ্ধতিও বেশ সহজ। সববয়সীদের কাছেই এটি বেশ পছন্দের একটি খাবার।
চলুন জেনে নিই প্রস্তুত প্রণীলি –
উপকরণ : আলু আধা কেজি (বড় সাইজ), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, হলুদ এবং মরিচ গুঁড়ো সামান্য, লবণ পরিমাণমত, টেস্টিং সল্ট এক চা চামচের ৪ ভাগের এক ভাগ, পানি সামান্য।
প্রণালি : আলু ফ্রেঞ্চ আকারে কেটে নিতে হবে। সামান্য পানি দিয়ে কাটা আলুগুলোকে তাপ দিয়ে নিতে হবে। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার, হলুদ এবং মরিচ গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। প্যানে তেল গরম করে বাদামি করে ভেজে নিতে হবে। এরপর সস্ দিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।