জাতীয়

শেখ হাসিনা সভাপতি ওবায়দুল কাদের সম্পাদক

ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলটির সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলার ফাটাকেষ্ট খ্যাত ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এসময় উপস্থিত কাউন্সিলররা কণ্ঠভোটে সম্মতি জানান।

এছাড়া দলের সাধারণ সম্পাদক হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এর নাম প্রস্তাব করেন সৈয়দ আশরাফুল ইসলাম।

পরে কাউন্সিলররা কণ্ঠভোটে সম্মতি দিলে নির্বাচন কমিশনার ইউসূফ হোসেন হুমায়ুন আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button