মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন
নাচতে নাচতে মঞ্চেই মৃত্যু

অনলাইন ডেস্ক : নাচের অনুষ্ঠান তখন প্রায় শেষের দিকে। আচমকা মঞ্চেই পড়ে গেলেন নৃত্যশিল্পী। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ!
মঞ্চে নাচের সময় এ ভাবেই শেষ নিঃশ্বাস ফেললেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মারাঠি অভিনেত্রী অশ্বিনী একবোড়ে। গত শনিবার সন্ধ্যায় ভারতের পুণেতে নাট্যমন্দিরে নাচের অনুষ্ঠান করছিলেন বছর চুয়াল্লিশের এই শিল্পী। নাচের অনুষ্ঠান শেষ হতে না হতেই মঞ্চে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান অশ্বিনী। তার স্বামী ও এক ছেলে রয়েছে।
বেশ কিছু মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন অশ্বিনী। এমনকি, মারাঠি নাটক ও থিয়েটার দুনিয়াতেও জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী।