ক্যাম্পাসবিশ্ববিদ্যালয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রোক্টরের যোগদান

মেহেদী জামান লিজন , বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে যোগদান করেন সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর।

সোমবার প্রক্টরিয়াল বডির সদস্যগণকে সাথে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে এবং শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সদ্য বিদায়ী প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুব হোসেন ও প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২২ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪তম সভার সিদ্ধান্তক্রমে অনুমোদন সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫(১) ধারা মোতাবেক পরবর্তী দুই বছরের জন্য সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল কবীরকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button