বিভাগীয় খবরময়মনসিংহ

ঝিনাইগাতীতে কলেজ জাতীয়করণের দাবীতে মতবিনিময় ও আলোচনা সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী: গত ৭দিন যাবৎ শেরপুরের ঝিনাইগাতী “সদরে কলেজ জাতীয়করণ চাই” দাবীতে আন্দোলন চালিয়ে আসছেন উপজেলা সদরের সর্বস্তরের বাসিন্দারা। এই আন্দোলনকে বেগবান করতে ২৫অক্টোবর মঙ্গলবার পড়ন্ত বিকালে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নাগরিক কমিটির আহবানে সদরের একটি কলেজকে জাতীয়করণের দাবীতে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, যুবলীগ নেতা ও ধানশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাজ উদ্দিন সাজু’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ঝিনাইগাতী উপজেলা সদরের প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন, আলহাজ শফিউদ্দিন আহাম্মদ কলেজের অধ্যক্ষ রেজাউল হাসান মিঞা, মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমান, সহযোগী অধ্যক্ষ আলহাজ আবুল হাসেম, সহযোগী অধ্যাপক আলীম আল রেজা লিক্সন, প্রভাষক আসাদুজ্জামান, হাসমত আলী, নজরুল ইসলাম,আয়নাল হক,শাহীনুর ইসলাম, শ্রী বিশ্বজিৎ রায়, আ’লীগ নেতা আইয়ুব আলী বিদ্যুৎ, মজিবর রহমান, হারুনুর রহমান ও সারোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, নীতিমালার বাইরে আদর্শ মহাবিদ্যালয়কে জাতীয়করণ তালিকায় অর্ন্তভুক্ত করায় ঝিনাইগাতীর বৃহৎ জনগোষ্টীর উচ্চ শিক্ষা গ্রহনের অধিকার হরণ করা হয়েছে। এই ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সর্ব দলীয় ভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, যুবলীগ নেতা ও ধানশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাজ উদ্দিন সাজুকে আহবায়ক, আলহাজ শফিউদ্দিন আহাম্মদ কলেজের অধ্যক্ষ রেজাউল হাসান মিঞা ও মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমানসহ অন্যান্য কলেজের প্রধানগণ ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সুপার, ঝিনাইগাতীস্থ্য সকল রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সম্পাদকদের যুগ্ন আহবায়ক করে একটি শক্তিশালী নাগরিক কমিটি ঘটন করা হয়। এই কমিটি আগামীকাল বুধবার থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে তাদের লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button