ত্রিশাল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়শনের পি.এস.সি মডেল টেস্ট পরীক্ষার ফলাফল হস্তান্তর

এইচ এম মোমিন তালুকদার , বিশেষ প্রতিনিধি: ত্রিশাল উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়শন এর উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্ট/২০১৬ এর ফলাফল হস্তান্তর অনুষ্ঠান ২৪ অক্টোবর সোমবার ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন পরীক্ষার ফলাফল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়শন এর সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এবং এসোসিয়শনের সাধারন সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আলমগীর কবীরের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার পাল, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস, কিন্ডারগার্টেন এসোসিয়শন এর সহ-সভাপতি ইসলামী একাডেমীর অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, পরীক্ষা কমিটির আহবায়ক আবুল বাসার, এসোসিয়শন এর এর যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, মোজাহারুল ইসলাম প্রমুখ।