ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের চতুরঙ-২৯ এ আসলাম সানী
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের নিয়মিত চতুরঙ বৈঠক-২৯। অনুষ্ঠিত হয়ে গেল ২৮ অক্টোবর -২০১৬ ইং তারিখ- ” দ্রোহে ও তারুণে সমকালিন ফেস্টুন-রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ” শীর্ষক আলোচনার মধ্য দিয়ে। চতুরঙ অনুষ্ঠিত হয় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন, ময়মনসিংহে।এই বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ছড়াকার আসলাম সানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ছড়াকার সরকার জসিম, ছড়াকার এম আর মঞ্জু, ইফতেখার হালিম এবং আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক আবু সাইদ কামাল, মামুন সুলতান,শেখ সাইফুল্লাহ রুমি,সাইফুল ইসলাম জুয়েল,প্রত্যয় হামিদ। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক কাঙাল শাহীন।
প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন কবি সাইদ সাঈদুল এবং মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও সম্পাদক রিয়েল আবদুল্লাহ। আবৃত্তিকার ইকবাল আহমেদ নিশাত। সব শেষে সঞ্চালক ওয়ালিউল ইসলাম তার চমৎকার সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।