বিএনজিপির পঞ্চম বছরে পর্দাপণ: কেক কেটে বর্ণাঢ্য অনুষ্ঠান

ঢাকা:- বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি(বিএনজিপি) পঞ্চম বছরে পর্দাপণ করায় গত ০২ নভেম্বর-২০১৬ এর প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বর্ণাঢ্য এক অনুষ্ঠান উদযাপন করা হয়।
উক্ত আনন্দঘণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবাল।দলের সহ-সভাপতি ইন্জিনিয়ার আরাফাত মাহমুদের সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, নূর আলম সিদ্দিকী মানু, সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, কিরন আহমেদ, জয়নাল আবেদীন, কাজী মেহেদী হাসান, জাহিদ ফয়সাল, জাকিরুল ইসলাম, রনি ইমরান প্রমুখ।বিএনজিপির পঞ্চম বছর পর্দাপণ অনুষ্ঠানে কেককাটা ছাড়াও পার্টির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল বাশার।প্রসঙ্গত, বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি( বিএনজিপি) ‘পরিবর্তনের জন্য তারুণ্য’ স্লোগানের মাধ্যমে ২০১২ সালের নভেম্বর মাসের ০২ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করে।___প্রেসরিলিজ