মান্নার জন্য বিএনজিপির দোয়ার আয়োজন

ঢাকা প্রতিনিধি: কারাগারে আটক নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার শারিরীক সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি–বিএনজিপি।শুক্রবার সকালে নগরীর নিকুঞ্জস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়াপূর্ব সংক্ষিপ্ত এক বক্তব্যে জাহিদ ইকবাল বলেন,প্রায় দুই বছর হতে চললো সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক মাহমুদুর রহমান মান্না। দেশের সুপ্রতিষ্ঠিত একজন রাজনীতিবিদ হওয়া স্বত্তেও তাকে কোন ডিভিশন দেয়া হয়নি। জেলখানায় অমানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে।তিনি আরো বলেন, শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির কারনে কারাগারে পর্যাপ্ত চিকিৎসা সেবা মান্নাকে দেয়া হয়নি ।জাহিদ ইকবাল সরকারকে অবিলম্বে মান্নার সুচিকিৎসা নিশ্চিতের আহবান জানান। সেসাথে নি:শর্ত মুক্তিসহ মান্নার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান।দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল বাশার তালুকদার।এছাড়া দোয়া মাহফিলে পার্টির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সহ–সভাপতি ইন্জিনিয়ার আরাফাত মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, নূর আলম সিদ্দিকী মানু, সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন,দপ্তর সম্পাদক জাহিদ ফয়সাল,কিরন আহমেদ, জয়নাল আবেদীন, কাজী মেহেদী হাসান, জাহিদ ফয়সাল, জাকিরুল ইসলাম, রনি ইমরান,শাজাহান আলী সুমন প্রমুখ।