কাব্যকথা সাহিত্য উৎসব অনুষ্ঠিত
শাহাবাগ,ঢাকা থেকে নিল হাসানঃ কাব্যকথা সাহিত্য পরিষদ ও মাসিক কাব্যকথা ম্যাগাজিনের তৃতীয় প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে গত ৫ নভেম্বর-২০১৬ শনিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি শেমিনার হলে একুশে পদকে ভূষিত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্তে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছড়াকার জালাল খান ইউসুফীর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে কাব্যকথা সাহিত্য উৎসব-২০১৬। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন ষাটের অন্যতম প্রধান কবি কাজী রোজী এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথাশিল্পী ও শিশুসাহিত্যিক খন্দকার মাহমুদুল হাসান, বিশিষ্ট ইতিহাস গবেষক আহমদ শামীম আল রাজী, বিশিষ্ট অভিনেতা ও বাচিক শিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু। স্বাগত ভাষণ উপস্থাপন করেন সাবেক নির্বহী সম্পাদক ৮০’র অন্যতম প্রধান কবি আবুল বাসার সেরনিয়াবাদ, শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন মাসিক কাব্যকথার সম্পাদক মন্ডলীর সভাপতি কবি ও কথাশিল্পী সুফিয়া বেগম, কাসাপের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জায়েদ হোসাইন লাকী, সহ সভাপতি কবি ও কথাশিল্পী শামীমা আক্তার শিউলী, সহসভাপতি কবি রওশন ঝুনু, আবৃত্তি করেন খ্যাতিমান বাচিকশিল্পী বদরুল আহসান খান, বাচিকশিল্পী সাফিয়া খন্দকার রেখা, গোপালগঞ্জ কাসাপের জেলা সভাপতি ও বাচিকশিল্পী মাহবুব হাসান বাবর, পুথি পাঠ করেন বিশিষ্ট লোকসাহিত্য গবেষক পুথিশিল্পী মাস্টার শাহ আলম, পুথিশিল্পী মাসুম আজিজুল বাসার, পুথিশিল্পী মোঃ শাহাবুদ্দীন, কবিতা পাঠ করেন কবি কবি কামরুজ্জামান ভূইয়া, কবি ও কথাশিল্পী মাজেদা রফিকুন নেছা প্রমূখ। আরো উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক স. ম শাসুল আলম, নজরুল ইসলাম নঈম, নূরুজ্জামান ফিরোজ, অদ্বৈত মারুত, মনিরুজ্জামান পলাশসহ আরো অনেকে। ২য় পর্বে মাসিক কাব্যকথা’র মোড়ক উম্মোচন করা হয় এবং তুলে দেয়া হয় সকলের হাতে হাতে।
কবিতা পাঠ পর্বের মাধ্যমে উৎসবের সূচনা পর্বে সভাপত্তি করেন কাব্যকথা সাহিত্য উৎসব-২০১৬’র আহব্বায়ক কবি ও কথাশিল্পী আরিফ মঈনুদ্দীন ও উপস্থাপক ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব কবি আসিফুজ্জামান খন্দকার। এপর্বে অতিথি ছিলেন কবি আসাদ কাজল ও কবি মিলন সব্যসাচী, কবি ইউসুফ রেজার কবিতা পাঠের মধ্যদিয়ে বিকেল পোনে ৪টায় উৎসবের যাত্রা শুরু হয়, কবিতা পাঠে অংশগ্রহণ করেন সর্ব কবি আবু তাহের বেলাল, সোহাগ সিদ্দীকী, শাহি সবুর, রায়হান শহীদ, মাহবুব আলম, নিল হাসান, মোহাম্মদ রিজাউর রহমান, শেখ এম আর রাশেল, কবি দুলাল পাল, রিনা সরকার প্রিয়া, আরিফ নজরুল, মোহাম্মদ সেলিম খান, বাপ্পি সাহা, রুহুল আমিন রুহুল, জিহাদ চৌধুরী, মহিবুর রহমান জিতু, রুহুল আমিন বাদল, আবু সাহেদ সরকার, রুকন জহুর, জেসমিন আমিন, মিজানু রহমান, মো: মাসুদ রানা, সৈয়দা হাবিবা মুস্তরিন চমন, তানিম রায়হান, রুহুল আমিন, রুপন কান্তি বড়ুয়া, বোরহান উদ্দিন শীতল, আব্দুল গফুর, এম এ কাশেম লাভলু, মো. আ. লতিব, সোহেলী পারভিন, সাকিব হাসান বেলাল, রিপন মিয়া, উজ্জল বাইন, এস এম অর্নব, চৌধুরী নূর হুসাইন, আফজাল রহমান রিপন, আয়শা মাহমুদ, কাজী তপন, আবুল কালাম আজাদ সহ শতাধীক কবি কবিতা পাঠে অংশগ্রহন করেন।সংগীত পরিবেশন করেন কাশাপের সুনামগনঞ্জ জেলা সাধারন সম্পাদক গীতিকার, সুরকার কন্ঠশিল্পী ডাঃ মোঃ আমান উল্লাহ, শিল্পী অর্ণব-উল ইসলাম, শিল্পী রিনা সরকার প্রিয়া, শিল্পী মোঃ আমজাদ হোসেন ক্ষুধে শিল্পী জান্নাতুল আদন অর্পা, গীতিকার এমরুল কায়েস প্রমূখ। কাব্যকথা সাহিত্য উৎসবে প্রতিবারের মত এবারও কেয়েক জনকে কাব্যকথা সাহিত্য সম্মাননা ও মাদার তেরেসা সম্মাননা প্রদান করা হয়, পুরস্কার প্রাপ্তরা হলেন গীতিকবি মো. নজরুল ইসলাম (নজরুল মিয়া) গীতিকবি মো. এমরুল কায়েস, অধ্যাপক আবু তাহের বেলাল, তরুন কবি মাসুদ রানা, ডা. সোহরাব হোসেন কোবাদ, বিশিষ্ট শিক্ষবীদ দুলাল পাল, কথাশিল্পী জেসমিন আহমেদ, বাবু রূপন কান্তি বড়ুয়া, গীতিকবি নূরুল ইসলাম, মহিবুর রহমান জিতু, মাস্টার শাহ আলম। অনুষ্ঠানে জাতীসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা কাব্যকথা সাহিত্য পরিষদের নবনির্বাচিত ৩০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বহী কমিটি ঘোষনা করেন। অনুষ্ঠানের আহবায়ক কবি আরিফ মঈনুদ্দীন ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেন