গফরগাঁওয়ে এক ভূয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভাতা উত্তোলনের অভিযোগ

গফরগাঁও প্রতিনিধিঃ গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদে তালিকা ভূক্ত না হয়েও ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এ ভূয়া মুক্তিাযোদ্ধা সেজে প্রায় ১৪ বছর যাবত একটি ব্যাংক থেকে প্রতি মাসে ভাতা উক্তোলন করছেন। জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে ম্যানেজ করে এ ভাতা উত্তোলন করার ঘটনা এলাকায় ফাঁস হয়ে গেছে। এ ভূয়া মুক্তিাযোদ্ধার নাম একেএম আঃ কাদের, পিতা, মৃত আব্দুল ওয়াহেদ, সাং মলমল(ফটুয়াটেক),ইউনিয়ন -দত্তেরবাজার। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে প্রকাশ, ভাতা উত্তোলনের জন্য গফরগাঁও সোনালী ব্যাংক শাখায় নিধারিত সময়ে তিনি মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা বহি নিয়ে এসে ভাতা উত্তোলন করছে। মুক্তিযোদ্ধা কাদেরের বহিতে লেখা রয়েছে গ্রেজেট-২৪মে, ২০০৫ইং, ক্রমিক নং (৪৩২২),প্রজ্ঞাপন নং তাং ২০ শে, ভাদ্র,১৪১০/৪ সেপ্টেম্বর ২০০৩ইং, স্নারক মু, বি, ম, প্রংত প্রযতেœ মুক্তিযোদ্ধা প্রযতেœ -সেপ্টেম্বর ২০০৩ইং, প্রযতেœ ৭৯ নং লেখা রয়েছে। ভূয়া মুক্তিাযোদ্ধা কাদেরের বাড়ি দত্তের বাজার উল্লেখ করলেও সে দীর্ঘদিন ধরে স্থায়ী ভাবে বসবাস করছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা কাওরাইদ তার বাড়ি। আঃ কাদেরের ভূয়া মুক্তিাযোদ্ধার সনদ দেখিয়ে তার পরিবরের ছেলে মেয়েরা মুক্তিাযোদ্ধা কোটায় সরকারী চাকুরীও নিয়েছেন। এলাকার লোকজন জানায়, কাদেইরা যে মুক্তিাযোদ্ধা তা আমরা জানি না। কিন্তু সে কিভাবে যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিল সেটা ভাবার বিযয়। দত্তেরবাজার এলাকার বয়োবৃদ্ধ কালাম আক্রাম বলেন, যদদোর আমি হুনেছি সে মুক্তিযোদ্ধা নেতাদেরকে মোটা অংকের অর্থ দিয়ে এখন সে মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠাইছে। আসলে সে মুক্তিাযোদ্ধা নয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক মুক্তিযোদ্ধা বলেন, সে কোন সেক্টরে যুদ্ধ করেছে সেটা তার কাছ থেকে জেনে নিয়েন। সে তো এলাকায় থাকেন না। সে কোন দিন আমাদের মুক্তিযোদ্ধা মিটিং মিছিলে ও সভাতেও তাকে দেখেনি। তিনি তো প্রায় ৪৫ বছর আগেই এলাকা ছেড়ে চলো যায় গাজীপুরের কাওরাইদ। সেখানে সে স্থায়ীভাবে বসবাস করছে। বর্তমানে তার ছেলে মেয়েরা মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিাযোদ্ধা সনদ দেখিয়ে বিভিন্ন বিভাগে সরকারী চাকুরি করছে। আঃ কাদেরের এক ছেলে মুক্তিযোদ্ধার প্রভাব বিস্তার করে সে এখন শ্রীপুর উপজেলা কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সস্পাদক হয়ে এলাকায় দাবরিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে আঃ কাদের বলেন, আমি কোন সেক্টরে যুদ্ধ করেছি সেটা আপনার এতো জানার প্রয়োজন কেন ?
>>>>গফরগাঁও থেকে কামরুজ্জামান লিটন
তাং ০৬/১১/১৬ইং