ভালুকায় তিন পাগলের সংসার

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিহের ভালুকায় মোসলেম উদ্দিন (৫৫)। স্থানীয়ভাবে মোসলেম পাগলা বলে পরিচিত। বাড়ী ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলায়। দুই স্ত্রী আর এক ছেলে নিয়ে তার সংসার। বড় বউ জড়িনা (৩৮) এর সন্তান না হওয়ায় দ্বিতীয় বিয়ে করলেন সখিনা (২৭) কে। দ্বিতীয় স্ত্রী সখিনার ঘরে রয়েছে ৭ বছরের সন্তান মানিক। মোসলেম উদ্দিনের পরিবারের সবাই পেশায় ভিক্ষুক। প্রতিদিন ভোরবেলা চার জন চারদিকে বেড়িয়ে পড়েন ভিক্ষা করতে। সারাদিন ভিক্ষা করে যা উপার্জন হয়, তা দিয়েই কোনভাবে চলে তাদের সংসার।
মোসলেম উদ্দিন জানান, তার সন্তান মানিক ছাড়া দুই বউ’ই পাগলা। দুই বউয়ের কেউই রান্না করতে পারেনা। রান্না করতে গেলে খাবার পুড়ে ফেলে। তাই সে নিজেই রান্না করে। সরেজমিনে তার সংসারে দেখা মিলে ভালুকা উপজেলার শিল্পাঞ্চল হিসেবে খ্যাত হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায়। সেখানে দেখা যায়, বিকেল বেলা খোলা আকাশের নিচে, দুই বউ আর ছেলের সহযোগীতায় মনের সুখে সে নিজেই রান্না বান্নায় ব্যস্ত। তিনি আরও জানান, পেটের দায়ে স্ব-পরিবারে ভিক্ষা করতে এ এলাকায় এসেছে। ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের পার্শে একটি টিনশেড রুম ভাড়া নিয়ে ভিক্ষা করে দুই স্ত্রী আর এক ছেলেকে নিয়ে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছেন তারা।