ভালুকা উপজেলাভালুকা পৌরসভাসারা ভালুকা

ভালুকায় আরএফএল’র ১৬৫তম এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ ভালুকা পৌরসভার রায় মার্কেটে আরএফএল গ্রুপের ১৬৫তম এক্সক্লুসিভ শো-রুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬নভেম্বর) সন্ধ্যায় ওই শো-রুমটি উদ্বোধন করেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। উদ্বোধন শেষে মতবিনিময় সভায় আরএফএল গ্রুপের পরিচালক আরএন পল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা।

এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, সাবেক ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্

bhaluka-07-november-2016

দিন আহাম্মেদ ধনু, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য আব্দুর রউফ, উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্যাহ চৌধুরী মনু, অধ্যাপক হাদিকুর রহমান হাদিস, আরএফএল’র এক্সক্লুসিভ ম্যানেজার রাশেদুল হাসান খান, সেনেটারী ষ্টোর এর প্রোভাইটর মোঃ সাদেক মুস্তাকির খান প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের মাঝে আরএফএল গ্রুপের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button