দুই সিকিউরিটিজকে সতর্ক করলো বিএসইসি
অনলাইন ডেস্ক: আইন লঙ্ঘন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই সিকিউরিটিজ হাউজকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ভবিষ্যতে যেন অনিয়ম না করে সেজন্যও সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা।
প্রতিষ্ঠান দুটি হলো- এরিনা সিকিউরিটিজ লিমিটেড ও হাজী আহম্মেদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড।
মঙ্গলবার বিএসইসির ৫৮৭তম কমিশন সভায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এরিনা সিকিউরিটিজ – ডিএসইর ট্রেক নং-২৫ অনুমোদিত প্রতিনিধির আত্মীয়ের নামে পরিচালিত বিও হিসাবে নেগেটিভ ব্যালেন্স প্রদান করেছে। গ্রাহকের হিসাবে তহবিল ঘাটতি থাকার পরও কিছু বিনিয়োগকারীকে অর্থ প্রদান করেছে। এছাড়া হাউজটি ক্যাশ হিসেবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করে। এসব আইন লঙ্ঘনের জন্য বিএসইসি হাউটিকে সতর্কপত্র ইস্যু করেছে। এজন্য এরিনা সিকিউরিটিজকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা।
হাজী আহম্মেদ ব্রাদার্স সিকিউরিটিজ- ডিএসইর ট্রেক নং -৪১ বিনিয়োগকারীদের নেট ক্যাপিটাল ব্যালেন্সে (জানুয়ারি-মার্চ১২) ২৫ শতাংশের অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান করেছে। নন মার্জিনেবল জেড ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ প্রদান করেছে। এছাড়া হাউজটি কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে প্রায় তিন কোটি টাকা ঘাটতি রেখেছে। যা বিএসইসির আইনের সু্ষ্পষ্ট লঙ্ঘন। যে কারণে হাউজটিকে সতর্ক করেছে বিএসইসি।