ভালুকায় বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধি: ভালুকায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি’ ভালুকা উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠন।
জাতীয়াতাবাদী দল বিএনপি’র ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি’র সহঃসভাপতি ও ভালুকা উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে ভালুকা উপজেলা বিএনপি’র কার্য্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করতে চাইলে তা পুলিশী বাঁধায় তা আশে পাশে প্রদক্ষিন করে দলীয় কার্য্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অধ্যাপক হাদিসুর রহমান খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা রুহুল আমিন মাসুদ, আইয়ুব আলী সরকার, গিয়াস উদ্দিন আহমেদ, ফরিদ উদ্দিন সরকার, আঃ রহিম আকন্দ, তারেক উল্লাহ চৌধুরী, রাকিবুল হাসান রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান, আতিকুল্লাহ পাঠান ধনু, আবুল বাশার ব্যাপারী, আলী আকবর খান শিল্পী, আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব, গোলাপী আক্তার, মতিউর রহমান মিল্টন, সাইদুল ইসলাম, সওদাগর পাঠান, মাসুদ রানা, আমিনুল ইসলাম, মোহাইমিনুল ইসলাম, এড. শফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম আপন, শেখ মাসুদ প্রমূখ।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নানা দিক তুলে ধরেন। আলোচনা সভায় সমাপনি বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে কাজে লাগিয়ে আগামী দিনের আন্দোলনকে এগিয়ে নিতে হবে। দেশ থেকে এই সৈরাচার সরকারকে প্রতিহত করে জনগনের অধিকার ফিরিয়ে দিতে হবে।