জাতীয়

সোহরাওয়ার্দী ছাড়া সমাবেশ নয় : রিজভী

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোথাও সমাবেশ করার কোনো অবকাশ নেই বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শর্ত সাপেক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া প্রসঙ্গে রিজভী মঙ্গলবার দুপুর ২টায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, আপনারা অবগত রয়েছেন ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তাই অন্য কোথাও সমাবেশ করার কোনো অবকাশ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়নি। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ করবে না।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button