ঝিনাইগাতীতে জেএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে ২ কিশোর গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের ঝিনাইগাতীতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ২কিশোরক গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র দেলোয়ার হোসেন (১৪) ও একই গ্রামের আলী হোসেনের পুত্র মনিরুজ্জামান (১৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০নভেম্বর বৃহস্পতিবার ওই ২কিশোর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের জেএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালিন সময়ে ২পরীক্ষার্থীকে উত্যক্ত ও তাদের কু-প্রস্তাবে রাজি না হলে এসিড ছুরে মারার হুমকি দেয়। খবর পেয়ে থানা-পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারের সময় দেলোয়ারে কাছ থেকে পেপসোডেন্ট টুথপাউডারের কৌটা ভর্তি প্রায় ১০০ গ্রাম এসিড পাওয়া যায়। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃতরা ওই ২স্কুলছাত্রীকে বেশকিছু দিন ধরে পথেঘাটে উত্যক্ত করে আসছিল। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন জেএসসি পরীক্ষার্থী এবং মনিরুজ্জামান স্থানীয় আলহাজ শফিউদ্দিন আহম্মদ কলেজের ১ম বর্ষের ছাত্র। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।