জাতীয়

দুর্নীতি মামলায় আজ আদালতে যাবেন খালেদা জিয়া

ভালুকা নিউজ ডট কম; ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজিরা দিবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার তিনি হাজিরা দেবেন বলে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বুধবার রাতে জানিয়ে বলেন, ম্যাডাম বৃহস্পতিবার আদালতে হাজিরা দেবেন। সকাল সাড়ে ১০টার মধ্যে তিনি আদালতে আসবেন বলে আমরা আশা করছি।

ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে-৩ এ খালেদার বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলার বিচার কাজ চলছে। গত ১৭ এপ্রিল দুর্নীতির এই মামলার তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরা এবং নথি তলবের দুটি আবেদন বিচারিক আদালত নাকচ করে দেয়। পরে ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে দুটি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া।

গত ১৫ মে হাই কোর্ট ওই আবেদন দুটি খারিজ করে দেন। এরপর মঙ্গলবার এর বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button