ভালুকায় বিভাগীয় কমিশনারের হাসপাতাল পরিদর্শন

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিহের ভালুকায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন (১৩ নভেম্ববর) রবিবার দুপুরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ , মোখলেসুর রহমান , জামাল উদ্দিন আব্দুর রউফ জিয়াউর রহমান প্রমুখ। এর আগে বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন ভালুকা উপজেলা ভূমি অফিস ও জামিরদিয়া আব্দুল গনি মাষ্টার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।