আইন লঙ্ঘনের দায়ে জরিমানা
অর্থনৈতিক প্রতিবেদক:সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য সুপার শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ৫৮৯তম কমিশন সভায় এ জরিমানা করেছে বিএসইসি।
জানা গেছে, কমিশনের রুটিন পরিদর্শনকালে সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি ধরা পড়ে। এরমধ্যে প্রতিষ্ঠানটি কনসোলেটেড কাস্টমার হিসেবে প্রায় ১৭ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ এর ১ এবং ২ লঙ্ঘন করেছে। তাছাড়া ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের অডিট রিপোর্ট নির্ধারণের সময়ের মধ্যে বিএসইসির নিকট দাখিল করেনি। এতে স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা ২০০ এর রুলস ভঙ্গ করেছে প্রতিষ্ঠানটি।
সেই সঙ্গে ২০১২ ও ২০১৩ সালে স্টক ডিলার হিসেবে লেনদেন করেনি, একজন বিনিয়োগকারীকে নেট ক্যাপিটাল ব্যালেন্স এর ২৫ শতাংশ এর অতিরিক্ত মার্জিণ ঋণ প্রদানের মাধ্যমে মার্জিন রুল বিধিমালা এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এসব আইন ভঙ্গের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে।