ভালুকা পৌরসভাসারা ভালুকা

ভালুকায় এক ব্যবসায়ীর বাসার তালা ভেঙে ১০ লাখ টাকার মালামাল চুরি

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় (১৫নভেম্বর) মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীর বাসার তিনটি রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি সংঘবদ্ধ চোরেরদল স্টিলের আলমিরার লক কেটে নগদ টাকা স্বর্ণালঙ্কার, দামি কাপরচোপড়, মোটরসাইকেল  ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। বাসার মালিক প্রাইভেটকার আমদানীকারক আহসান উল্যাহ খান রুবেল জানান, তিনি ঢাকায় থাকেন ভালুকার বাসায় তার তিনটি রুম ব্যবহারের জন্য রেখে ৭/৮ টি রুম ভাড়া দিয়েছেন। ভোরে চুরির সংবাদ পেয়ে এসে দেখি, তিনটি রুমের তালা ভেঙে ভেতরে ডুকে একটি সংঘবদ্ধ চোরেরদল স্টিলের আলমিরা ভেঙে নগদ টাকা, ৮ভরি স্বর্ণালঙ্কার, প্রায় ৪০টি দামি শাড়ি ও একটি ডিস্কোভার ১৩৫ মোটরসাইকেলসহ (নম্বর-ময়মনসিংহ-ল-১১-০৮৯২) প্রায় ৮ লাখ টাকার মালামাল ও পাশের ভাড়াটিয়া পল্লীবিদ্যুৎ অফিসের মিটার রিপোর্টার আবুল কালাম আজাদের রুমের তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ সময় চোরের দল অন্য ভাড়াটিয়াদের ঘরের দরজা বাহির থেকে সিটকিনি দিয়ে রাখে। পরে ভাড়াটিয়াদের ডাকচিৎকারে আশপাশের লোকজন চলে আসতে শুরু করলে চুরের দল পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: হযরত আলী জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button