সাহিত্য সংবাদ

‘স্বতন্ত্র’র আয়োজনে ‘কাব্যআড্ডা’

সাহিত্য প্রতিবেদক:’স্বতন্ত্র’র ২৩তম সংখ্যা (একাদশ বর্ষ) প্রকাশিত হয়েছে ১৬ নভেম্বর’১৬ কবি মতিন বৈরাগীর জন্মদিনে ‘কবি মতিন বৈরাগীর ক্রোড়পত্র সহ। কবি মতিন বৈরাগীর ৭০বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে ‘স্বতন্ত্র’ আয়োজন করে ‘কাব্যআড্ডা’ শিরোনামে অনুষ্ঠান। কবি মুহম্মদ নূরুল হদা’র সভাপতিত্বে প্রফেসর ড. হারুনর রশীদ, প্রফেসর আবুল কাসেম ফজলুল হক, কবি হায়াৎ সাইফ। কবি হাবীবুল্লাহ সিরাজী। প্রফেসর ড. মুনতাসীর মামুন। কবি অমৃত মাইতি। কবি কাজী রোজী।কবি অসীম সাহা। ড. সলিমুল্লাহ খান।কথাশিল্পী আতা সরকার। কবি বিমল গুহ। কবি জাহাঙ্গীর ফিরোজ। গল্পকার নিশাত খান। গল্পকার ইসহাক খান। জনাব খায়রুল আনাম।কবি আমিনুল ইসলাম। কবি মানিক মোহাম্মদ রাজ্জাক।কবি সৈয়দ আহমদ আলী আজিজ। কবি আশরাফ জুয়েল। কবি নাহিদা আশরাফীসহ প্রায় চল্লিশজন বক্তা কবিকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন স্বতন্ত্র’র প্রকাশক ফারুক খান পাঠান।
নিবেদিত কবিতা পাঠ করেন কবি ঝর্না রহমান। কবি জেবুন নেছা রীনা। কবি ক্যামেলিয়া আহমেদ। কবি কাজী লাবণ্য। কবি রওশন ঝুনু। কবি সায়েম অনিন্দ্য। কবি মোশাররফ মাতুব্বরসহ অনেকে। কবি মতিন বৈরাগীর কবিতা থেকে আবৃত্তি করেন সমধারার আবৃত্তিশিল্পী তুহিনা নাসরিন ও রশিদ কামাল; স্বরব্যঞ্জণের শিল্পীরা, কবি নাঈম আহমদসহ বেশ কজন। অনুষ্ঠানে কবির বন্ধু-স্বজনের অনেকেই কবিকে ফুল এবং উপহার দিয়ে কবিকে শুভেচ্ছা জানান।
স্বতন্ত্র’র পক্ষ থেকে কবিকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করা হয়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার সেমিনার হলে ‘স্বতন্ত্র’ আয়োজিত কবিতাআড্ডায় ‘স্বতন্ত্র’র সংখ্যাটি লেখক-সৌজন্য কপি বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি ফারুক মাহমুদ, কবি গোলাম কিবরিয়া পিনু, ছড়াকার আলম তালুকদার, ছড়াকার আসলাম সানী, কবি-সাংবাদিক শামসুল আলম বেলাল, কবি কামরুল ইসলাম, কবি ড. বিনয় বর্মন, কবি রমজান বিন মোজাম্মেল, কবি লাবণ্য কান্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র’র সম্পাদক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব  পালন করেন কবি ফরিদ আহমদ দুলাল। উদযাপন কমিটির আহবায়ক ও স্বতন্ত্র’র সম্পাদক হিসেবে 
ফরিদ আহমদ দুলাল অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button