ভালুকা উপজেলার ২৬ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
বিশেষ প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলার ২৬ সরকারী প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। দীর্ঘদিন যাবত এসব প্রতিষ্ঠানেপ্রধান শিক্ষক নেই। এছাড়া ৩৬ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলো পরিচালনার ফলে কোমলমতি শিশুদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রমতে, প্রধান শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে সজনগাঁও, মধ্যরাজৈ, রাজৈ বালিকা, উরাহাটি, পারুলদিয়া, রাজৈ, পশ্চিমপাড়াগাঁও, হিজলীপাড়া, আউলিয়ারচালা, দক্ষিণ ডাকাতিয়া, কাতলামারী, গোবুদিয়া, মাহমুদপুর বালিকা, চান্দরহাটি, চামিয়াদী, গাদু মিয়া, ধীতপুর, টুংরাপাড়া, তালাবর, মেনজেনা, মরচী, কৈয়াদী ও বাটাজোর আঃ হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৩৬টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষাদানে সমস্যার সৃষ্টি হচ্ছে,জানতে চাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুজ্জামান বলেন-এক নিয়োগ থেকে আরেক নিয়োগ পর্যন্ত এ পদগুলো শূণ্য থাকে এবং এটা চলমান প্রক্রিয়া।মন্ত্রনালয়ে এ বিষয়ে কাগজপত্র জমা আছে এবং শূণ্য পদগুলো পুরণের কাজ চলছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুজ্জামান জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালানোর কারনে খুব সমস্যা হচ্ছেনা।তবে প্রধান শিক্ষকের পদ শূন্য পুরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে ।