বাস্তব জীবনে যদি নগ্ন হতে পারি, তাহলে পর্দায় নয় কেন?

বিনোদন ডেস্ক: চরিত্রের প্রয়োজনে নগ্ন হতে বিন্দুমাত্র আপত্তি নেই গুরমিত চৌধুরীর। নগ্ন হয়ে তিনি ক্যামেরার সামনেও দাঁড়াতে পারেন। কিন্তু তা যদি চরিত্রের প্রয়োজনে হয়, তবেই। জানিয়েছেন গুরমিত।
বলেছেন, ‘চরিত্র যদি চায়, আমি আমার ১০০ শতাংশ দিতে পারি। আমি খুব প্যাশনেট অ্যাক্টর। যদি এমন কোনো চরিত্র থাকে, যেখানে আমাকে নগ্ন হতে হবে, আমি হব। যদি চিত্রনাট্য চায়, তাহলে নগ্ন হবে ভালো লাগবে আমার। যদি রাজকুমার হিরানি বলেন, তোমার জন্য আমার কাছে একটা রোল আছে। কিন্তু তোমাকে নগ্ন হয়ে দৌড়তে হতে হবে। আমি তাহলে নগ্ন হয়ে দৌড়াব। যদি বাস্তব জীবনে আমি নগ্ন হতে পারি, তাহলে পর্দায় নয় কেন? চরিত্রের প্রয়োজনে আমি সব কিছু করতে পারি।’
‘ওয়াজা তুম হো’ ছবিতে অনেক সাহসী দৃশ্যে অভিনয় করছেন গুরমিত চৌধুরী। সানা খানের সঙ্গে অনেক ঘনিষ্ঠ দৃশ্য আছে তার। গুরমিত জানিয়েছেন, ছবিটিকে মোটেই একটি এরোটিক ফিল্ম বলা যায় না। কারণ ছবিতে খুব পোক্ত একটি স্টোরিলাইন আছে। সেটাই ছবির ব্যাকবোন। যে ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখানো হয়েছে, সেগুলো ছবির প্রয়োজনেই এসেছে।