প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনা দুই ডিসেম্বর
অনলাইন ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীঘার্য়ূ জীবন কামনায় বিশেষ প্রার্থনা সভা আগামী ২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া এবং প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ এবং এর সব সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন।
গত রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে বেঁচে যান প্রধানমন্ত্রী।