ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরা পাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৩) মুখ চেপে ধরে বাড়ি থেকে তুলে নিয়ে দুই বখাটে ধর্ষণের চেষ্টা করেছে। এ ঘটনায় গত বৃহ¯পতিবার রাতে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পাশের ঘরে টিভি দেখে নিজ ঘরে ফেরার সময় একই গ্রামের ফরজুলের বখাটে ছেলে খোরশেদ (২৫) ও কালাম উদ্দিনের ছেলে সোহেল (২০) মুখ চেপে ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির কাছে একটি পরিত্যাক্ত জায়গায় জোড় পূর্র্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটি কৌশলে তাদের হাত থেকে ছুটে গিয়ে কাপর চোপড় ছেড়া অবস্থায় স্থানীয় মেম্বার সজীবের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: হযরত আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারে অভিযান চলছে।