আন্তর্জাতিক
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে কফি আনান

অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মিয়ানমার গেছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান। সেখানে তিনি এক সপ্তাহ অবস্থান করবেন। এ সময় রাখাইন রাজ্যে তার সফর করার কথা রয়েছে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা দাবি করেছে রোহিঙ্গারা মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে। তাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী অকথ্য নির্যাতন চালাচ্ছে। তারা রোহিঙ্গাদের সঙ্গে যা করছে তা একটি জাতিকে নির্মূল করার প্রয়াস।
তবে এখনো মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করছে। মিয়ামনার সরকার দাবি, রোহিঙ্গাদের নয়, পুলিশ চেকপোস্টে হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।