গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন/১৭ ইং শনিবার (০৩ নভেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বেগ ফারুক আহাম্মেদ (দৈনিক ইনকিলাব) এবং সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাতুল ইসলাম সাজ্জাত (দৈনিক নয়া দিগন্ত)।
উল্লেখ্য সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ২য় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের গৌরীপুর প্রতিনিধি মশিউর রহমান কাউসার। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন শামীম খান (দৈনিক খবর)।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকার। বার্ষিক সাধারণ সভার ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার। আগামী ১ জানুয়ারী নতুন কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে গৌরীপুর প্রেসক্লাবের দায়িত্বভার হস্তান্তর করা হবে।(বিজ্ঞপ্তি)