অর্থনীতি
সমঝোতা স্বাক্ষর উন্মুক্ত হওয়ার পরই মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ

ঢাকা: মালয়েশিয়ার সঙ্গে করা সমঝোতা স্বাক্ষর উন্মুক্ত হলেই সেদেশে বাংলাদেশি শ্রমিক যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের মনিরুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় ১০ লাখ বা ২০ লাখ শ্রমিক পাঠানো হবে-এই সংখ্যাটা আসলে কোথা থেকে আসলো, আমি জানি না। মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্বাক্ষরটা এখনও উন্মুক্ত হয়নি। স্বাক্ষর উন্মুক্ত হলে আমাদের লোক যাওয়া শুরু হবে।জাতীয় পার্টির এমপি নুরুল ইসলাম মিলনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, হুন্ডি ব্যবসা জমজমাট আকারে রূপ নিয়েছে। বৈদেশিক মুদ্রা থেকে রাজস্ব আয় কমে যাওয়ার পেছনে হুন্ডি ব্যবসা দায়ী। তিনি জানান, হুন্ডি রোধে বিভিন্ন প্রকার চেষ্টা চালানো হচ্ছে। অচিরেই এর সুফল খুঁজে পাওয়া যাবে। তখন রেমিট্যান্সের গতিও বাড়বে বলে বলা হয়।