ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদে কবি হেলাল হাফিজের কবি জীবন শীর্ষক আলোচনা

কাঙাল শাহিন, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদে কবি হেলাল হাফিজের কবি জীবন শীর্ষক আলোচনা সভা ও চতুরঙ এর ৩৫তম শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জয়নুল পার্ক বৈখাশী মঞ্চ-২ এ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে কবি এনামুল হক এর সভাপতিত্বে ও কবি ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন কবি হেলাল হা্ফিজের ছোট ভাই কবি নেহাল হাফিজ, কবি মজিবুর রহমান শেখ অনিন্দ্য মিন্টু, আবৃত্তিকার ও চিত্রশিল্পী মাহমুদা হোসেন মলি, কবি সাংবাদিক সফিউল্লাহ আনসারী, কবি রিয়েল আব্দুল্লাহ ও কবি অনন্য সাঈদ। এ সময় কবি হেলাল হাফিজ মোবাইলের মাধ্যমে তাঁর বক্তব্য ও স্বকন্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনান।
অনুষ্ঠানে দ্বিতীয় পবে স্বরচিত কবিতা পাঠ করেন কবি কাঙাল শাহীন, কবি রিয়েল আব্দুল্লাহ, কবি সাংবাদিক আবুল বাশার শেখ, কবি অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, কবি জহির খান, জাহানয়ারা রানী, খান মোহাম্মদ সেলিম, মোঃ জুলহাস উদ্দিন, কবি আরিফ ফরিদ, কবি ফাহিম ফারুক, কবি উমায়ের সাদাআত, কবি ফাহাদ আল নুমান, কবি রাকিব হাসান কমল, কবি নুমান কবির রাহাত, মনিরুজ্জামান রাফি, উম্মে সালমা, নুর এ জাহান বিলকিছ, রুমা আক্তার রুমি, এম এস বি নাজনীন লাকী, নীল প্রজাপতি, জাকির উসমান, জামাল, গনেশ চন্দ্র সাহা, আলমাছ হোসাইন সাজা প্রমূখ।