ভালুকার হবিরবাড়ীতে জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেন ইউপি চেয়ারম্যান বাচ্চু
জসিম আহমেদ,স্টাফ রির্পোটার: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের গাংগাটিয়া গ্রামে ওয়ার্ড মেম্বারের সহযোগীতায় জুয়ার আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুয়ার আসর ও মদের অবৈধ আড্ডা গড়ে উঠে ।এলাকাবাসী প্রতিবাদ করেও কোন প্রতিকার পায়নি ।এলাকার কিছু বখাটে যুবক জুয়ার আসরগুলো পরিচালনা করে আসছিল। হবিরবাড়ীকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার ঘোষনা দিয়ে এলাকা ভিত্তিক কমিটি তৈরির কাজ চলছে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু। এরই ধারাবাহিকতায় আজকের এই জুয়ার আসর গুডিয়ে দেওয়া হয়।
চেয়ারম্যান আসার খবর পেয়ে আগেই জুয়ারিরা পালিয়ে যায়। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শাহজাহান খান, আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর কবির, ইউনিয়ন কূষকলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল আহম্মেদ, শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি রেজাউল করিম রিপন প্রমুখ।