ভালুকায় ট্রাক-বাস ও লড়ির সংঘর্ষ নিহত-১ আহত-২০
ভালুকানিউজ ডটকম; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ট্রাক-বাস ও লড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই ১জন নিহত ও প্রায় ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, সোমবার (২৩ জানুয়ারী) দুপুর পৌনে ১টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ী আখালিয়া নামক স্থানে ফোর লেনের দুই পাশের এক পাশে কাজ করায় রাস্তা বন্ধ থাকায় অপর পাশ দিয়ে চলমান ময়মনসিংহ গামী ইমাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১১-৬১৫২) ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা-ড-৪২২৭) এর মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় সামনে থাকা একটি ইট ভর্তি একটি লড়ির সাথে গিয়ে বাস ও ট্রাক ধাক্কা লাগলে লড়িটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই লড়ির চালক মারা যান। এ সময় বাস, ট্রাক ও লড়ির প্রায় ২০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দূর্ঘটনায় ১জন নিহত ও প্রায় ২০জন আহত হয়েছে। এদের মধ্যে আশংকা জনক অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।