মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন
লাভলু মিয়া, গাজীপুর থেকে: গাজীপুর সদর উপজেলা প্রেসকাবের সভাপতি এম.এ. কাশেমের নামে করা মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল ৩১ জানুয়ারি সকাল ১১ টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে ।
মানব-বন্ধনে সদর উপজেলার সাংবাদিক, সুশিল সমাজের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সমাজের বিভিন্ন স্থরের মানুষ অংশ গ্রহন করেন।
কাবের উপদেষ্টা কামরূজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাবের উপদেষ্টা কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শেখ মধু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সোহেল,
কাবের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ লাভলু মিয়া, যুগ্ন সম্পাদক মাহবুব হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আইয়ুব খান, প্রচার সম্পাদক মিলন শেখ, নির্বাহী সদস্য হুমায়ুন কবির,
চ্যানেল ৫২ সম্পাদক আব্দুল আজিজ, সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
গত ২২ জানুয়ারি ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের কার্যালয়ে আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে হামলা চালায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। এ সংবাদ প্রকাশ করায় গাজীপুর সদর উপজেলা প্রেসকাবের সভাপতি এম.এ. কশেমের নামে মিথ্যা মামলা হয়। জয়দেবপুর থানার মামলা নং১১৭ তাং-২৭/১/১৭।
মানব-বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের নামে তদন্ত ছাড়া মিথ্যা মামলা গ্রহন করা গ্রহনযোগ্য নয়। কারণ তারা বিভিন্ন প্রতিকুল অবস্থার মধ্যদিয়ে লিখনির মাধ্যমে সত্যটি জাতির সামনে তুলে ধরেণ। এ জন্য আমরা সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানাই।