ঝিনাইগাতীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী :শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মাটিয়াপাড়ায় পিডিবি’র সাব-সেন্টারের বাউন্ডারীর ভিতর থেকে অজ্ঞাত এক যুবক(৩২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। থানার সুত্রে জানা যায়, ওই সাব-সেন্টারের কেয়ার টেকার কামরুল হাসান অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যা ৭ঘটিকার দিয়ে সেন্টারের সব কিছু পরীক্ষার পর মেইন গেটে তালা লাগিয়ে তার নিজ কক্ষে শুয়ে পড়ে। রবিবার সকালে পূনরায় সাব-সেন্টারের ভিতরে চেকিং এর সময় বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে পূর্ব পার্শ্বে মৃত অবস্থায় একটি লাশ ও তারের খোসা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ওসি মিজানুর রহমান ও এসআই আব্দুল করিম সঙ্গীয় পুলিশ নিয়ে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কেয়ারটেকার কামরুলের ধারণা বিদ্যুতের তার চুরি করতে এসে এ দুর্ঘটনার শিকার হতে পারে। কামরুল আরো জানায়, ইতিপূর্বেও একাধিক বার এ সাব-সেন্টাওে তার চুরির ঘটনা ঘটেছে। নিহত যুবকের ডান চোখে জখম ও ফোলার কালো দাগ রয়েছে। ডাক্তারী পরিক্ষার জন্য লাশটিকে মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি মিজানুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।